ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

গোপন বৈঠকের গুঞ্জন নিয়ে যা বললেন শফিকুল আলম

২০২৫ জুন ২৮ ১৭:৪৫:০৪
গোপন বৈঠকের গুঞ্জন নিয়ে যা বললেন শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠককে ঘিরে ওঠা গুঞ্জনের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) খুলনায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন,“সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো গোপন বৈঠক হয়নি। এটি ছিল শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ। যদি গোপন কিছু হতো, তাহলে তো প্রেস রিলিজ দিতাম না। আমরা তা নিজেই জানিয়েছি।”

আগামী নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন,“শুধু আসন্ন নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচনই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, সে লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ইতোমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়েছে, যাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায়।

সাংবাদিকদের উদ্দেশে প্রেস সচিব বলেন,“আপনারা মন্ত্রণালয়ভিত্তিক প্রতিটি দপ্তরের কর্মপরিধি পর্যবেক্ষণ করুন এবং কোথায় সংস্কার প্রয়োজন তা তুলে ধরুন। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন।”

খুলনার ক্রীড়াঙ্গনের অবদান তুলে ধরে শফিকুল আলম বলেন,“খুলনাকে বাদ দিয়ে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নেওয়া সম্ভব নয়। স্টেডিয়ামের উন্নয়নের মাধ্যমে খুলনায় আবার আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের পরিকল্পনা করছে সরকার।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের সুযোগ আরও বাড়বে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে