ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সেই পরীক্ষার্থীর বিষয়ে যা বলছে সরকার

২০২৫ জুন ২৭ ১১:২৫:২২
সেই পরীক্ষার্থীর বিষয়ে যা বলছে সরকার

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে শুরু হয়েছে। তবে প্রথম দিনেই আলোচনায় উঠে আসে রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থীর ঘটনা, যিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ছাত্রী কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েছেন। জানা গেছে, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি করেন এবং এ কারণে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে মানবিক বিবেচনায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে।

আজ শুক্রবার (২৭ জুন) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, “বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারা ছাত্রীটির ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন,“মানবিক বিবেচনায় আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি নেওয়া যাবে কি না, তা পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে পর্যালোচনা চলছে। আমরা তার এই কঠিন সময়ে সহানুভূতির সঙ্গে পাশে রয়েছি এবং তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

জানা গেছে, ওই ছাত্রী বাবাহীন পরিবারের সদস্য, আর তার মা সম্প্রতি মেজর স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারে আর কেউ দায়িত্বে না থাকায় মেয়েটিকেই মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেখান থেকে সরাসরি মিরপুর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পৌঁছালেও বিলম্বিত উপস্থিতির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন, যেন মানবিক দৃষ্টিকোণ থেকে তার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে