ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনা-কামালের পক্ষে আইনজীবী নিয়োগ

২০২৫ জুন ২৪ ১৫:৫০:৩৮
শেখ হাসিনা-কামালের পক্ষে আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (২৪ জুন) এই দিন ধার্য করেন।

এর আগে সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন আশুলিয়ায় ছয়জনের মরদেহ হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় মোট ১৬ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

মামলাটিতে গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট সাতজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে