ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আদালতে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন শাজাহান খান

২০২৫ জুন ২৩ ১২:৩৪:০০
আদালতে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ড শুনানিতে শাজাহান খান বলেন,‘বিজ্ঞ পিপি সাহেব, উনি (মামলার বাদী) বিএনপির বড় নেতা। ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?’

এর জবাবে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন,‘বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তারা গণভবনে বসে নীতিনির্ধারণী বৈঠক করেছেন। তারা সাধারণ আসামি নন। মিডিয়ায় স্বীকার করেছেন যে আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো মামলা করিনি, এগুলো ভুক্তভোগীদের স্বজনদের দায়ের করা। আমরা কেবল শুনানির দায়িত্ব পালন করছি।’

শুনানি শেষে আদালত শাজাহান খান, আনিসুল হক ও সালমান এফ রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে বেরিয়ে হেসে বললেন, ‘আমি ভালো আছি’

রিমান্ড মঞ্জুরের পর আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের দেখে মুচকি হাসেন শাজাহান খান।

তিনি বলেন, ‘তোমরা কেমন আছো?’

এক সাংবাদিকের জবাবে বলেন, ‘আমি ভালো আছি।’

পরে যোগ করেন,‘এক হাতে তালি বাজে না। ওই সময় মব সৃষ্টি করে মানুষ হত্যা করলো—সেই বিচার হবে।’

গত ২১ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার একটি আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। সেদিন বিকালে আসামিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান।

এ ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে