ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এলএনজির দাম নিয়ে বড় ঘোষণা দিল পেট্রোবাংলা

২০২৫ জুন ২৩ ১১:৪২:৫৮
এলএনজির দাম নিয়ে বড় ঘোষণা দিল পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক: দেশে আপাতত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম স্থিতিশীল থাকলেও জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধের কারণে দামে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।তিনি বলেন, জুলাই পর্যন্ত দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো কেনা থাকায় আপাতত দেশে এলএনজির দাম স্থিতিশীল থাকবে। তবে জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ববাজারে দাম বাড়লে নতুন করে আমদানি করতে হলে গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা আছে।হরমুজ প্রণালী দিয়ে আমদানিকৃত দীর্ঘমেয়াদি গ্যাসের পরিবহন খরচ বাড়লে স্পটে কেনা কার্গোর সংখ্যা কমিয়ে সমন্বয় করা হতে পারে জানিয়ে তিনি বলেন, কীভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে আজ দুপুরে পেট্রোবাংলা কাতারের সঙ্গে আলোচনায় বসবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে