ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

এবার ৫৪ সেকেন্ডের ডিসি আশরাফের আরেক ভিডিও ফাঁস

২০২৫ জুন ২০ ২০:০৭:৩০
এবার ৫৪ সেকেন্ডের ডিসি আশরাফের আরেক ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও। ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার (২০ জুন) এ ভিডিও ভাইরাল হয়।টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসককে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ডিসি তার সৎ চরিত্র ধরে রাখতে পারেনি। জাওয়াদ নির্ঝর নামের এক প্রবাসী সাংবাদিক ডিসি এবং এক নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। ডিসির কাছ থেকে এ ধরণের কাজ কেউ প্রত্যাশা করে না। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

পরে সেই জেলা প্রশাসকের নিজের দেওয়া একটি ৫৪ সেকেন্ডের ভিডিও আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে জেলা প্রশাসককে বলতে শুনা যায়, লিজা, অনেক প্রত্যাশা ছিল যে আজকে তোমার সাথে আমার দেখা হবে। অনেক স্বপ্ন ছিল, আমি কথা কখনই গুছিয়ে বলতে পারি না কিন্তু অন্তর জানে তোমাকে যে আমি ভালোবেসেছি। সেটা কি ভন্ডামি ছিল, নাকি কোন চলনা ছিল, নাকি কোন লোভে গিয়েছি? কিন্তু তোমার মতে আমি ভন্ড, লোভী সেরকম সার্টিফিকেট তুমি আমাকে দিয়েছ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আশরাফ উদ্দিন নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্ট-এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এতে তার বক্তব্য জানা যায়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে