ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

২০২৫ জুন ২০ ১৬:৫৬:৪৮
নতুন দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘটেছে। ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি।

জানা যায়, সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল গঠিত হয়েছে।

দলটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান, ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম প্রমুখ।

এর আগে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান জানান, সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রচলিত রাজনৈতিক দলগুলো ‘জুলাই বিপ্লবের মূল চেতনা’ থেকে সরে এসেছে। এতে পলাতক ফ্যাসিস্টদের লাল পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগ, শহীদদের পরিবারের প্রতি অবহেলা, আহতদের পুনর্বাসনের ঘাটতি এবং চিহ্নিত দোষীদের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

ক্যাপ্টেন (অব.) মো. শফিকুর ইসলাম জানান, নতুন দলের উদ্দেশ্য হচ্ছে, এটি ক্ষমতার লোভ নয়, বরং সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে।

রাজনীতিকে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম। আমরা সেসব থেকে ভিন্ন কিছু করতে চাই। আমাদের এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে