ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন যারা

২০২৫ জুন ২০ ১০:৩০:৩২
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন যারা

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা। তাদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ শুনানি ছাড়াই একতরফা রায় দিয়ে উচ্ছেদ কার্যকর করে।

খায়রুল হক প্রধান বিচারপতি থাকা অবস্থায় এমন কিছু রায় দিয়েছেন, যেগুলো আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থের অনুকূলে ছিল। এর মধ্যে অন্যতম হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, যা দেশের রাজনৈতিক সংকট ঘনীভূত করে। রায় প্রদানের পর তিনি নিজের সংক্ষিপ্ত আদেশ থেকে সরে এসে বিতর্কিত রায় দেন, যা শেখ হাসিনার সরকারকে টানা ক্ষমতায় থাকার পথ উন্মুক্ত করে।

অবসরের পর খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়, যেখানে থেকেও তিনি নানা বিতর্কে জড়ান। ২০২৫ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন এবং আত্মগোপনে চলে যান। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান—সংবিধান পরিবর্তনে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ঢাকাসহ বিভিন্ন থানায় মামলা হয়েছে।

সূত্রে জানা যায়, পদত্যাগের পর তিনি প্রথমে ভারতে ও পরে যুক্তরাজ্যে পাড়ি দেন। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। তার ছেলে মো. আশিক উল হক সাবেক সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, বিচারাঙ্গনে আর কোনো সিন্ডিকেট বা মাফিয়া থাকবে না। আর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন দাবি করেন, বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসে খায়রুল হকের ভূমিকা ছিল মুখ্য এবং তাকে বিচারের মুখোমুখি করা জরুরি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে