ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দরজা ভেঙে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ

২০২৫ জুন ১৮ ১৯:০৯:৩৮
দরজা ভেঙে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৬) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

নড়াইলের লোহাগড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। মামলা দায়ের করা হলেও অভিযুক্ত আসামি জহিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১৮ জুন) সকালে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে। এ ঘটনার পর থেকে জহির পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির শেখ দীর্ঘ দিন ধরে ওই বিধবা নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন পালিয়ে যান।

এরপর ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সমাজপতিরা সালিশ ও মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে পরবর্তীতে ভুক্তভোগী ওই বিধবা নারী বুধবার সকালে লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বিধবা নারী থানায় জহির শেখ নামে একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে