ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রিমঝিমের বিয়ের স্বপ্ন ভেঙে চুরমার

২০২৫ জুন ১৬ ২২:৩১:১৬
রিমঝিমের বিয়ের স্বপ্ন ভেঙে চুরমার

নিজস্ব প্রতিবেদক: রিমঝিমের পরিবারে চলছিল বিয়ের উৎসবের প্রস্তুতি। সেই প্রস্তুতিকে কেন্দ্র করে কেনাকাটার উদ্দেশ্যে চট্টগ্রাম রওনা হয়েছিলেন তিনি। কিন্তু কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় অন্য দুই বাসযাত্রীর সঙ্গে প্রাণ হারান এই তরুণী। মর্মান্তিক এই খবরে রিমঝিমের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত রিমঝিম বড়ুয়া (২১) কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের হিমাংশু বড়ুয়ার মেয়ে। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে তিনি রোহিঙ্গা শিবিরে কর্মরত ছিলেন। আগামী ৬ জুলাই চট্টগ্রামের পটিয়া উপজেলার ভান্ডারগাঁও গ্রামের সানি বড়ুয়া উৎপলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্বজনদের বরাতে রাজারকুল ইউনিয়নের সদস্য স্বপন বড়ুয়া জানান, চট্টগ্রামের পটিয়ায় রিমঝিমের হবু শ্বশুরবাড়ি। তার ছোট বোন চট্টগ্রামে পড়ালেখা করেন। সবাই মিলে বিয়ের বাজার করার কথা ছিল। সে কারণে সকালে চট্টগ্রামের উদ্দেশে রামুর বাইপাস থেকে পূরবী বাসে ওঠেন রিমঝিম।

কয়েক মিনিট পরই রশিদনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে পূরবী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।

এই দুর্ঘটনায় রিমঝিম ছাড়াও কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের খরুলিয়া দক্ষিণ পাতলী গ্রামের হাবিব উল্লাহ (৫৫) এবং তার মাদ্রাসাপড়ুয়া ছেলে মো. রিয়াদ (১১) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

রামু তুলাতলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন বলেন, "আমরা তিনজন মৃত্যুর সংবাদ পেয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

নিজাম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে