ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

ধর্ম উপদেষ্টার পরিবারের হজ যাত্রা নিয়ে বিতর্ক

২০২৫ জুন ১৪ ১৩:০০:৫৭
ধর্ম উপদেষ্টার পরিবারের হজ যাত্রা নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: হজ মৌসুমে হাজিদের সেবা দিতে ধর্ম মন্ত্রণালয় থেকে গঠিত পাঁচটি দলে এবার সৌদি আরবে পাঠানো হয়েছে মোট ২৯৩ জন কর্মকর্তা-কর্মচারী। যদিও মন্ত্রণালয়ের দাবি, তারা সরকারি নীতিমালা অনুসরণ করেই এসব সদস্য মনোনীত করেছে, তবে বাস্তব চিত্র ভিন্ন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের স্ত্রী কামরুন্নেসা হাসিনা এবং দুই বোন খন্দকার উম্মে সালমা ও আরিফা মাহবুবা এই মনিটরিং দলের সফরসঙ্গী হিসেবে সৌদি আরব গেছেন। এছাড়া অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানের স্ত্রী মোরশেদা পারভীনও দলে আছেন—যা ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা স্পষ্ট নির্দেশনার সরাসরি লঙ্ঘন।

সরকারি আদেশে বলা হয়েছিল, বিদেশ ভ্রমণে কোনো কর্মকর্তার স্ত্রী, স্বামী বা সন্তান সফরসঙ্গী হতে পারবেন না।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সফরসঙ্গীরা নিজেদের খরচে হজ পালনের জন্য গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে—যদি সফরসঙ্গীর দায়িত্বে না থাকেন, তাহলে সরকারি মনিটরিং দলের অংশ হিসেবে কীভাবে যুক্ত হলেন?

এই বছর ২৯৩ সদস্যের মধ্যে রয়েছে:

মনিটরিং দল: ৬ জন

প্রশাসনিক টিম: ৫৮ জন

চিকিৎসক দল: ১৬৫ জন

কারিগরি টিম: ২০ জন

সহায়ক টিম: ৪৪ জন

সহায়ক ও কারিগরি দলে বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী যেমন—গাড়িচালক, অফিস সহায়ক, পিয়ন, কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক, গার্ড এবং এমনকি মালি ও মসজিদের খাদেমও আছেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের এ হজ দল সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ। তারা বলছেন, টিমে অন্তর্ভুক্তদের অনেকেই হজ বিষয়ে ন্যূনতম অভিজ্ঞ নন। ফলস্বরূপ হাজিদের দুর্ভোগ বেড়েছে।

তারা আরও অভিযোগ করেন, এসব টিমের মাধ্যমে সরকারি অর্থ অপচয় হচ্ছে। হজে সেবার চেয়ে ভ্রমণবিলাস বেশি গুরুত্ব পাচ্ছে। কেউ প্রশ্ন তুললে তাকে মন্ত্রণালয় থেকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, “হজ মৌসুমে তিনটি অফিস চালাতে হয়। সেই কাজে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, প্রশাসনিক কর্মী দরকার। এ কারণে এসব শ্রেণির কর্মচারীরা অন্তর্ভুক্ত করা হয়।”

তবে তিনি সফরসঙ্গী স্ত্রী ও বোনদের বিষয়ে কোনো সরাসরি ব্যাখ্যা দেননি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে