ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

তারেক রহমানের দেশে ফেরার সময় নিয়ে যা জানা গেলো 

২০২৫ জুন ১৩ ১৭:৫৬:২৭
তারেক রহমানের দেশে ফেরার সময় নিয়ে যা জানা গেলো 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

এর আগে ১০ জুন এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই ইঙ্গিত দিয়ে বলেন, "শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।"

এদিকে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই তারিখ নিয়ে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক জোটগুলোর মধ্যে অসন্তোষ ছিল।

এই প্রেক্ষাপটে ড. ইউনূসের ১০ জুনের লন্ডন সফরের সময় ১৩ জুন তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার অনুরোধ জানানো হয়।

সরকারপক্ষ থেকেও এ বিষয়ে নমনীয়তা দেখানো হয়েছে। আলোচনার ভিত্তিতে সম্ভাব্য সিদ্ধান্ত হয়েছে, রোজার আগেই, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে