ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

২০২৫ জুন ০৬ ২০:২২:৩৫
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, দেশের সকল অঞ্চলের এবং প্রবাসে অবস্থানরত দলের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন শুক্রবার (০৬ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন।

গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ঈদ উদযাপন করতে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী সকলের কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন। অধ্যাপক জাহিদ হোসেন বলেন, "ম্যাডাম স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেন। সাধারণ মানুষ যেন ঠিকমতো ঈদ উদযাপন করতে পারে, সে ব্যাপারে উনি খুবই কনসার্ন।"

খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কোরবানির আয়োজন 'ফিরোজা'তেই সম্পন্ন হবে। একইসাথে তাঁর জ্যেষ্ঠ সন্তান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোরবানিও এখানেই হবে। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়া হবে।

ঈদের দিন দুপুরে খালেদা জিয়া তার স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটাবেন এবং রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। যদিও তারেক রহমান লন্ডনে ঈদ উদযাপন করছেন, তবে তিনি টেলিফোনে মায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

ডা. জাহিদ জানান, শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন। এই ঈদ বার্তায় খালেদা জিয়া সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে