ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করল সরকার

২০২৫ জুন ০৫ ১৫:৪২:২০
যে কারণে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করল সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের ৫৪ বছর পর তৃতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সংজ্ঞায় সশস্ত্র যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী এবং মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল থাকছে। তবে জাতীয় সংসদের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে তাদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে রাখা হয়েছে।

এতে কিছু রাজনীতিক মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়েছেন, যা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সের সদস্যরাও নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাচ্ছেন না।

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বলছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক ভুয়া সদস্য রয়েছে, যাদের চিহ্নিত করতে এই পরিবর্তন প্রয়োজন হয়েছে। তবে এই প্রক্রিয়াকে অনেক মুক্তিযোদ্ধাই অপমানজনক মনে করছেন কারণ তাঁদের জীবন সংগ্রামের প্রমাণ দিতে হয়।

রাজনৈতিক ও বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধ সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে অনির্বাচিত সরকারের এমন সিদ্ধান্ত বিতর্ক বাড়িয়েছে এবং এই ধরনের পদক্ষেপ নির্বাচিত সরকারই নেয়া উচিত।

বিগত বছরগুলোতে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক থাকলেও নতুন সংজ্ঞা ও তালিকা সংশোধনের মাধ্যমে ভুয়াদের শনাক্তকরণের চেষ্টা চলছে। তবে এটি রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত নয় বলে অভিযোগও রয়েছে।

মুক্তিযোদ্ধাদের সরকারি সুবিধা, যেমন চাকরিতে কোটা ও ভাতা ইত্যাদি কারণে স্বীকৃতির জন্য আগ্রহ বাড়ার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে