ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেতন-বোনাস নিয়ে যা জানালো বিজিএমইএ

২০২৫ জুন ০৫ ১৫:৩৭:৩২
বেতন-বোনাস নিয়ে যা জানালো বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, দেশের প্রায় সব পোশাক কারখানায় ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন প্রদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মোট ২ হাজার ৯২টি কারখানার মধ্যে ২ হাজার ৮৫টি কারখানায় মে মাসের বেতন দেওয়া হয়েছে, যা প্রায় ৯৯.৬৭ শতাংশ। এছাড়া, ঈদ বোনাস প্রদান হয়েছে ৯৯.৯০ শতাংশ কারখানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাত্র ৭টি কারখানায় মে মাসের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে এবং ২টি কারখানায় ঈদ বোনাস এখনও দেয়া হয়নি। বিজিএমইএ’র এই উদ্যোগ শ্রমিকদের উৎসব উপলক্ষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই ঘোষণা শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে শ্রমিকদের পাওনা বকেয়া দ্রুত মিটিয়ে দেয়া এবং সময়মতো বেতন-বোনাস নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

গত কয়েক বছরে গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে গুরুত্ব পেয়েছে। এখানে ব্যাপক সংখ্যক শ্রমিক কর্মরত, যারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের বেতন ও বোনাস যথাসময়ে প্রদান নিশ্চিত করা দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে