ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার গরুর দাম কম, কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জুন ০৫ ১৫:২২:২৮
এবার গরুর দাম কম, কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কোরবানির পশুর বাজারে এবছর গরুর দাম তুলনামূলকভাবে কম হওয়ার কারণ ব্যাখ্যা করলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় এবছর দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমেছে। পাশাপাশি এবার গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে, যা দাম কমার অন্যতম কারণ।

আজ বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা হাটে আগত কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা এবং সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।

তিনি বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

এদিন গাবতলী হাটে বৃষ্টির কারণে পানি জমে কাদা তৈরি হওয়ায় ক্রেতা, বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আনলে উপদেষ্টা ইজারাদারদের দিকে ইঙ্গিত করে বলেন, কাদা সরাতে বালু ফেলার বিষয়টি তারা দেখবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনাল থেকে হেঁটে গরুর হাটে প্রবেশ করেন। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু ক্রয় শেষে ফেরত আসা যাত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সেবাপ্রদানকারী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে