ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঈদের আগে ইলিয়াস হোসেনের বিস্ফোরক পোস্ট

২০২৫ জুন ০৫ ১১:২৮:৪১
ঈদের আগে ইলিয়াস হোসেনের বিস্ফোরক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ সামনে রেখে সামাজিক মাধ্যমে জমে উঠেছে বিতর্ক। ঠিক এমন সময় আলোচনার কেন্দ্রে চলে আসেন প্রবাসী সাংবাদিক ও ভিডিও কনটেন্ট নির্মাতা ইলিয়াস হোসেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ব্যতিক্রমধর্মী স্ট্যাটাসে তিনি বলেন:

"পুরো বছর বিফ কাবাব খাওয়া কিছু মানুষের কোরবানি আসলেই পশুপ্রেম জেগে ওঠে। এদের ভাব দেখলে মনে হয় ঈদের আগে তারা চেতনানাশক খাইয়ে গরু জবাই করতো!"

তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মন্তব্যটিকে ভণ্ডামির বিরুদ্ধে সাহসী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ঈদুল আজহার মতো উৎসবকে কটাক্ষ করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করছেন।

মূলত, ইলিয়াস হোসেন তার মন্তব্যের মাধ্যমে এমন এক শ্রেণির সমালোচনা করেন—যারা বছরের বাকি সময় নির্দ্বিধায় মাংসজাত খাবার গ্রহণ করলেও কোরবানির সময় পশুহত্যা নিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ করেন ও সমালোচনায় মুখর হন।

তবে এই মন্তব্যকে ঘিরে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তা স্পষ্টভাবে ঈদুল আজহাকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কিত আলোচনারই একটি নতুন অধ্যায় যোগ করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে