ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাজধানীর রাস্তা রক্তপানিতে ডুবে যাওয়ার আশঙ্কা

২০২৫ জুন ০৪ ২২:১৯:০২
রাজধানীর রাস্তা রক্তপানিতে ডুবে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ, নিউ মার্কেট, মৌচাক, মগবাজারসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে যায়। ঈদের সময় কোরবানির রক্ত মিশে সেই পানিতে গলি গলি রূপ নেয় যেন রক্তের নালায়। এমন পরিস্থিতির ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার ঈদের দিন ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। এই খবরে ঢাকাবাসীর উদ্বেগ বেড়েছে—কারণ গত বছর ও ২০১৬ সালের মতো পরিস্থিতি এ বছরও যেন না ঘটে।

গত বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর বহু এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে গিয়েছিল। তুলনামূলক নিচু এলাকার দোকান ও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। ধানমন্ডি, মালিবাগ, রাজাবাজার, শান্তিনগরসহ অনেক জায়গায় সড়কে নৌকা চলতেও দেখা যায়।

মালিবাগ প্রথম লেনের বাসিন্দারা জানায়, মালিবাগে দুপুর হলেই রাস্তায় পানি উঠে। কারণ ড্রেনগুলো জ্যাম হয়ে আছে, পানি সরে না। এবার ঈদের দিন যদি বৃষ্টি হয়, তাহলে রাস্তায় রক্ত মিশে আরও ভয়াবহ অবস্থা হবে।

নিউ মার্কেট এলাকার বাসিন্দারা জানায়, “সিটি করপোরেশনের কোনো মাথাব্যথা নেই। সামান্য বৃষ্টিতেই মার্কেট তলিয়ে যায়।”

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান তালুকদার জানিয়েছেন, বৃষ্টির মধ্যেও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুতি আছে। প্রতিটি ওয়ার্ডে ক্লিনার ও প্রয়োজনীয় লোকবল থাকবে। নিউ মার্কেট ও হকার্স মার্কেট এলাকায় পাম্প বসানো হবে, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।

তিনি আরও বলেন,“সম্প্রতি হওয়া বৃষ্টিতে আমরা দুর্বলতা চিহ্নিত করেছি এবং ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে