ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘গুমের ঘটনায় মূল কালপ্রিট র‍্যাব’

২০২৫ জুন ০৪ ২১:৫৮:০৫
‘গুমের ঘটনায় মূল কালপ্রিট র‍্যাব’

নিজস্ব প্রতিবেদক: গুমের ঘটনায় র‍্যাবই (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) মূল কালপ্রিট ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, র‍্যাবের ইন্টেলিজেন্স উইং এই ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল এবং যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে।

আজ বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, গুম কমিশন এখন পর্যন্ত এক হাজার ৮৩৭টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে এক হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই শেষ হয়েছে। তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) গুম সংক্রান্ত প্রতিবেদনের সাতটি অধ্যায় জনসম্মুখে প্রকাশ করা হবে।

এ সময় প্রেস সচিব আরও জানান, গণভবনে যে বিশেষ মিউজিয়াম করা হচ্ছে, সেখানে গুমসংক্রান্ত লোমহর্ষক বিষয়ে 'হরর মিউজিয়াম' বানানোর কথা বলেছেন প্রধান

এদিকে, 'শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল'—এমন শিরোনামে দেশের কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে