ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রথমবারের মতো লোকসান, ডিভিডেন্ডে রেকর্ড পতন

২০২৫ জুন ০১ ২৩:৪৭:২০
প্রথমবারের মতো লোকসান, ডিভিডেন্ডে রেকর্ড পতন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরে প্রথমবারের মতো লোকসানে পড়েছে কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৪০ পয়সা লোকসান হয়েছে। লোকসান গুণার কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা কোম্পানিটির তালিকাভুক্তির পর সর্বনিম্ন।

এই খবরে ২৯ মে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদরে বড় ধরনের পতন ঘটে। দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৫৬ শতাংশ কমে পতনের শীর্ষ তালিকায় উঠে আসে।

আজ রোববার (০১ জুন) চাঙ্গা বাজারেও কোম্পানিটির শেয়ার পতন প্রবণতায় আটকে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক মুনাফার পর হঠাৎ করে লোকসানে যাওয়া এবংডিভিডেন্ডে বড় রকমের ছাঁটাই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ২৪ পয়সা আয় করেছিল এবং ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২২ ও ২০২৩ সালে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪ পয়সা এবং উভয় বছরেই ৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

তবে ২০২৪ সালে মুনাফা থেকে লোকসানে চলে যাওয়ায় কোম্পানির ডিভিডেন্ড ১ শতাংশে নেমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, এতে কোম্পানিটির আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা এবং নীতিগত সংকট স্পষ্ট হয়েছে।

তবে কোম্পানির আর্থিক প্রতিবেদনে লোকসানের নির্দিষ্ট কারণ তুলে ধরা হয়নি। ধারণা করা হচ্ছে, বীমা দাবির চাপ, বিনিয়োগ থেকে আয় কমে যাওয়া এবং খরচ বৃদ্ধিই লোকসানের মূল কারণ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে