ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

ধর্ম পরিবর্তন নিয়ে অপু বিশ্বাসের চাঞ্চল্যকর দাবি

২০২৫ মে ৩০ ২৩:০৩:৪২
ধর্ম পরিবর্তন নিয়ে অপু বিশ্বাসের চাঞ্চল্যকর দাবি

বিনোদন প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে বহু আলোচনা হয়েছে। ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন তারা। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানের মুখ উন্মোচনের মাধ্যমে সেই গোপন অধ্যায়ের ইতি টানেন অপু বিশ্বাস।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, বিয়ের পর তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলা হলেও বাস্তবে তিনি সবসময়ই হিন্দু ধর্মেই ছিলেন।

অপু বলেন, "সত্যি বলতে, বিয়ের পরেও আমি পুরনো ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি। প্রথমে ক্যারিয়ারের জন্য, পরে সন্তানের জন্য। আর শাকিব যেহেতু তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাও আমার দায়িত্ব ছিল।"

গোপন বিয়ে ও ধর্মীয় পরিচয়অপু জানান, "বিয়ের পর অনেক সময় অনুষ্ঠান বা শুটিংয়ে কেউ যখন আমাকে বিয়ের কথা জিজ্ঞেস করত, আমরাও একে অন্যকে মজা করে প্রশ্ন করতাম— ‘তোমার বিয়ে কবে?’ অথচ আমরা তখন রানিং স্বামী-স্ত্রী। অনুষ্ঠান শেষে বাসায় গিয়ে তাকে রান্না করে খাওয়াতাম।"

ধর্ম নিয়ে প্রশ্নে অপু বলেন, "যেহেতু শাকিব মুসলিম, সবাই ভেবেছে আমিও মুসলিম হয়ে গেছি। কিন্তু বাস্তবে আমি কখনোই ধর্ম পরিবর্তনের আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়ায় যাইনি। শাকিবের পরিবার থেকেও কেউ সে উদ্যোগ নেয়নি। তাই বলা যায়, বিয়ের সময় থেকে আমি হিন্দুই ছিলাম।"

উপস্থাপক যখন প্রশ্ন করেন— তিনি কি ধর্ম নিয়ে মিথ্যা বলেছেন? অপু বলেন, "ছেলের জন্যই মিথ্যা বলেছি। তখন মনে হয়েছে সংসারটা বাঁচাতে কিছু বিষয় লুকানো দরকার। যেমনটা বিয়ের কথাও গোপন রেখেছিলাম।"

অপু বিশ্বাস আরও বলেন, "একসময় নিজেকে প্রশ্ন করতাম— আমি যদি মারা যাই, তখন কি আমার প্রিয়জনরা জানবে আমি কোন ধর্মের? মাটি দেবে, না আগুনে পুড়াবে? শাকিবের সঙ্গে আমার তো এখন কোনো সম্পর্ক নেই। তাই সত্য বলাটা এখন জরুরি।"

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে