ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইলিয়াস ও পিনাকিকে নিয়ে যা বললেন নূর 

২০২৫ মে ২৯ ১২:২০:০৬
ইলিয়াস ও পিনাকিকে নিয়ে যা বললেন নূর 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ইলিয়াস হোসেন নুরুল হক নূরকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়েছে যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে । তারই প্রেক্ষিতে যারকঠোর সমালোচনা করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর। বৃহস্পতিবার (২৯ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি বলেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না। তো তোমাদের এতো দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন বেপ্লবি ভিউ ব্যবসায়ী বাটপাররা?

তিনি আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি আর তোমরা? গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশ গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছো, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো।

গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, এতো দেশপ্রেম ও সততা আর বীরত্ব থাকলে দেশে আসো। ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ কর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে