ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

ঘরে কঙ্কাল রাখার রহস্য ফাঁস করলেন কিশোরপুত্র

২০২৫ মে ২৭ ১১:৪৪:০৮
ঘরে কঙ্কাল রাখার রহস্য ফাঁস করলেন কিশোরপুত্র

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সংগীতের কিংবদন্তি কিশোর কুমার শুধু গায়ক নন, ছিলেন ব্যতিক্রমী ও রহস্যময় এক চরিত্র। সম্প্রতি তার ছেলে অমিত কুমার জানালেন, কিশোর কুমার সত্যিই বাড়িতে মাথার খুলি ও কঙ্কাল রাখতেন। তবে সেটা কাউকে ভয় দেখানোর জন্য নয়, ছিল তার অদ্ভুত শখের অংশ।

এক সাক্ষাৎকারে অমিত কুমার বলেন,"আমরা নাইরোবিতে শো করতে গিয়েছিলাম। বাবা সেখান থেকে আফ্রিকান অ্যান্টিক সংগ্রহ করে এনেছিলেন। এগুলো এখন ট্রাস্টের অধীনে রয়েছে।"

তিনি আরও বলেন,"বাবা ভীষণ রকম কালেক্টর ছিলেন। অনেকেই তাকে পাগল বলত, কিন্তু তিনি এতে পাত্তা দিতেন না। বরং বলতেন—সবাই তো একদিন কঙ্কাল হয়ে যাবে!"

কিশোর কুমার সম্পর্কে এমন বহু গল্প প্রচলিত। একবার একজন প্রযোজক এসডি নারাং কিশোর কুমারের বাড়ির মেঝে বারবার চাপছিলেন ভয়ে—যেন সেটি কোনো ফাঁদের দরজা না হয়! কিশোর কুমার তখন হেসে গড়াগড়ি খান।

অমিত কুমারের কথায়,"বাবা ছিলেন দারুণ রসবোধসম্পন্ন। তিনি নিজের জীবনটাকেও একধরনের কৌতুক দিয়ে বেঁধে রাখতেন। পাগলামো তার শিল্পীসত্তারই এক রঙ ছিল।"

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে