ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস

২০২৫ মে ২৭ ১১:১৯:৪৭
আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। রায়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ডা. শফিকুর রহমান পোস্ট করেন,‘আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।’

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় ঘোষণা করে।

এটিএম আজহারের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন,‘সত্যের বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে।’

তিনি এই সময় তিনবার ‘সত্যের বিজয় হয়েছে’ উচ্চারণ করেন।

আদালত প্রাঙ্গণে জামায়াত নেতার বেকসুর খালাস রায়ের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

এর আগে রায়ের প্রতিক্রিয়ায় এটিএম আজহারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন,‘এই মুহূর্ত থেকে এটিএম আজহার একজন নির্দোষ মানুষ। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশ পেয়েছে এবং মিথ্যা দূর হয়েছে।’

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে