ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইশরাককে শপথ পড়ানোর বিষয়ে যা জানাল স্থানীয় সরকার বিভাগ

২০২৫ মে ২৭ ১০:৪১:২৯
ইশরাককে শপথ পড়ানোর বিষয়ে যা জানাল স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়ে আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টে দাখিল করা রিট খারিজ হওয়ার পর ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এরই মধ্যে গত ২৫ মে ইশরাক হোসেন নিজেই হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেন শপথ গ্রহণের অনুমতি চেয়ে।

এ ছাড়া ২৬ মে আরেকজন নাগরিক পূর্বের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করেন।

এর ফলে বিষয়টি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন হওয়ায় স্থানীয় সরকার বিভাগ আর কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষা করছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে