ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫
Sharenews24

ধসের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পথে দেশের শেয়ারবাজার

২০২৫ মে ০৪ ১৫:৪৪:৫৭
ধসের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পথে দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: গত ৩ সপ্তাহ যাবত দেশের শেয়ারবাজারে চলেছে পতনের মাতম। এরমধ্যে শেষ ১৪ কর্মদিবসের মধ্যে ১২ কর্মদিবসই পতন হয়েছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ০৬ এপ্রিল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ২০৬ পয়েন্টে। সর্বশেষ গত ৩০ এপ্রিল (বুধবার) ডিএসইর প্রধান সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক কমেছে ২৮৯ পয়েন্ট।

এদিকে, গত ০৬ এপ্রিল ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকা। আর ৩০ এপ্রিল বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৫৯ কোটি টাকায়। এ সময়ে বাজার মূলধন কমেছে ২০ হাজার ৮৫ কোটি টাকা।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস উত্থান প্রবণতায় উভয় শেয়ারবোজারে লেনদেনে শুরু হলেও দিনের মধ্যভাগে বেলা ১টার আগে ডিএসইর প্রধান সূচক হঠাৎ নেতিবাচক অবস্থানে চলে যায়। তারপর আইসিবি-সহ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রতিষ্ঠান সক্রিয় হলে বাজার ঘুরে দাঁড়াতে থাকে। এরপর লেনদেনের শেষভাগে ডিএসইর প্রধান সূচক ৫০ পয়েন্ট বেশি লেনদেন হয়। তবে শেষবেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের উত্থান সোয়া ৩৮ পয়েন্টে নির্ধারণ হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণে বাজারে অনেক ধকল গেলে। এবার বাজারের শক্তিমত্তা নিয়ে ঘুড়ে দাঁড়ানের পালা। বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ইতিবাচক প্রবণতা নিয়ে সক্রিয় হলে বাজার ঘুরতে বেশি সময় লাগবে না।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (০৪ মে) ডিএসইর প্রধান সূচক ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯০টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির।

রোববারচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৮ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০৫ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ৩০.৫৭ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে