ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
Sharenews24

৭ বছর মেয়াদি শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার

২০২৫ এপ্রিল ৩০ ১২:০৭:২৬
৭ বছর মেয়াদি শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে ২ হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ বছর মেয়াদি এ শরিয়াহভিত্তিক বন্ডে বার্ষিক ১০ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ মে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুকুক বন্ডটি ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে তালিকাভুক্ত হবে। বন্ডটির ইস্যু প্রক্রিয়া এবং লেনদেন কেন্দ্রীয় ব্যাংকই পরিচালনা করবে।

সাত বছর মেয়াদি এ বন্ডের মেয়াদ শেষ হবে ২০ মে ২০৩২ সালে। ইজারা ভিত্তিতে ইস্যু করা সুকুক বন্ডের বিপরীতে বার্ষিক ১০.৫০ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে, যা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধযোগ্য। বন্ডটির অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার কোটি টাকা।

বাংলাদেশের যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ হিসাব রয়েছে, তারা ছাড়াও বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড, দেশি-বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ বন্ডের নিলামে অংশ নিতে পারবেন।

বন্ড হস্তান্তর এবং লেনদেন বাংলাদেশ ব্যাংক অথবা অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পন্ন করা যাবে।

এই বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ১৮ মে সকাল ১০টা থেকে দরপত্র জমা দিতে পারবে, যা চলবে ১৯ মে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরপর ২০ মে নির্ধারণ করা হবে মুনাফার হার এবং ওই দিন থেকেই বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন কার্যক্রম শুরু হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে