ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

যে কারণে অন্তর্বর্তী সরকার গঠিত হলো জানালেন আসিফ নজরুল

২০২৫ এপ্রিল ২২ ১৮:১৬:৩৩

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময়সীমা (টাইমলাইন) দিয়েছেন, তা অনুসরণ করেই নির্বাচন হবে। কোনো ব্যত্যয় হবে না। তার প্রতি সবার বিশ্বাস রাখা উচিত।

ড. আসিফ নজরুল জানান, শেখ হাসিনার সরকার পতন অনেকটা হঠাৎ করেই ঘটে। ফলে, নতুন সরকার গঠনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। মূল মনোযোগ ছিল কীভাবে তাকে সরানো যায়, সে দিকেই।

তিনি বলেন, “৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল বিপ্লবের উপাদানে পূর্ণ, কিন্তু একটি পরিপূর্ণ বিপ্লব ছিল না। কেননা, সেখানে সুনির্দিষ্ট রোডম্যাপ, প্রস্তুতি বা বিপ্লবের পক্ষে সংগঠিত বাহিনী ছিল না। শেখ হাসিনা যদি আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতেন ও গণহত্যা চালাতেন, তাহলে সেটি একটি বাস্তব বিপ্লবে রূপ নিতে পারত।”

এই প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হচ্ছে না। এই সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া ও জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে। এখনো আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বিচার ও জনমতের মাধ্যমেই তাদের ভবিষ্যত নির্ধারিত হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে