ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

নারী ক্ষমতায়নে বড় পরিকল্পনা এনসিপির

২০২৫ এপ্রিল ২২ ১৭:৫৭:০০
নারী ক্ষমতায়নে বড় পরিকল্পনা এনসিপির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদের ১০০টি আসনে সরাসরি নারী প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছে। সংরক্ষিত নারী আসন ব্যবস্থাকে ‘অমর্যাদাকর’ আখ্যা দিয়ে সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এনসিপির নারী সেলের নেতারা এই দাবি তোলেন।

সভায় নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসিক ভূমিকা ছিল, কিন্তু আজও তারা প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত। বক্তারা নারীদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, দেশের অর্ধেক জনগণ নারী, তাদের মেধা ও নেতৃত্ব কাজে লাগানো প্রয়োজন।

নেতারা আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ১০০ নারী সদস্য যেন সরাসরি ভোটে সংসদে নির্বাচিত হতে পারে, এটি বাস্তবায়ন করতে হবে। যারা এই প্রস্তাবের বিরোধিতা করবে, তাদের ভবিষ্যতের নির্বাচনে প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে