ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

বন্ধ ঘোষণা করা হলো সিটি কলেজ

২০২৫ এপ্রিল ২২ ১৭:০১:২৫
বন্ধ ঘোষণা করা হলো সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ছাত্রসংঘর্ষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এক বিবৃতিতে জানান, সংঘর্ষ ও সহিংসতা এড়াতেই আগামী বুধবার ও বৃহস্পতিবার (দুই দিন) কলেজ বন্ধ থাকবে। তিনি বলেন, “আমরা চাই না আর কোনো উত্তেজনা ছড়িয়ে পড়ুক। এখন বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।”

অধ্যক্ষ আরও বলেন সংঘর্ষে কলেজের অবকাঠামোগত ক্ষতি হয়েছে যার বিষয়ে প্রশাসনের কাছে বিচার চাওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ পাওয়ার প্রত্যাশা রয়েছে। তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান এবং অনুরোধ করেন যেন তারা কোনো সংঘাতে না জড়ায়।

এর আগে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। দুই পক্ষ একে অপরকে ইট-পাটকেল ছুঁড়তে থাকে, চলে পাল্টাপাল্টি ধাওয়া। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হন, যাদের অনেককেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পুলিশ হস্তক্ষেপ করে টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সংঘর্ষের প্রকৃত কারণ পুলিশও নিশ্চিত নয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে