ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের ভালো ভারতের ডিএনএতে : জয়শঙ্কর

২০২৫ এপ্রিল ১০ ১৫:৫০:১১
বাংলাদেশের ভালো ভারতের ডিএনএতে : জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর দাবি করেছেন, "বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না" এবং এটা ভারতের ডিএনএতে রয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দিল্লিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

জয়শঙ্কর বলেন, "আমার মনে হয়, ওই বৈঠকে (বিমস্টেক সম্মেলন) মূল যে বার্তাটা দেওয়া হয়েছে, সেটা হলো- ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ইউনিক। এটা আসলে দু’দেশের মানুষের সংযোগ। অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ) সঠিক পথে হাঁটবে এবং সঠিক কাজ করবে।"

মোদী-ইউনূস বৈঠকের প্রসঙ্গ তুলে জয়শঙ্কর জানান, বাংলাদেশে বর্তমানে চলমান পরিস্থিতি নিয়ে ভারত তার উদ্বেগের কথা খোলাখুলিই জানিয়েছে। তিনি বলেন, "সেখানে মৌলবাদীকরণের যে চেষ্টা চলছে, তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমরা মন খুলে সেই উদ্বেগের বিষয়গুলি জানিয়েছি।"

তিনি আরও বলেন, "গণতান্ত্রিক ঐতিহ্য থাকা যে কোনো দেশই জানে, গণতন্ত্রে নির্বাচন প্রয়োজন। এই প্রক্রিয়াতেই জনমত জমা পড়ে এবং তার পুনর্নবীকরণ হয়। আমরা আশা করি, ওরাও (বাংলাদেশ) ওই পথেই হাঁটবে।"

বাংলাদেশে সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের উপরে মোদী ওই বৈঠকে জোর দিয়েছেন বলেও জানান জয়শঙ্কর।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে