ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

২০২৫ এপ্রিল ০৮ ১৯:৪৮:১২
ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব ইলেকট্রনিক ট্রানজিট ভিসা (ই-স্টপওভার ভিসা) সম্পর্কিত একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ভিসার আওতা এখন থেকে ১৮টি দেশের নাগরিকদের জন্য সীমিত করা হয়েছে।

সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ই-স্টপওভার ভিসাটি কেবল নির্দিষ্ট ১৮টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই ভিসা মূলত যাত্রীদের জন্য, যারা সৌদি আরবের মাধ্যমে ট্রানজিট পারি দিচ্ছেন অথবা সৌদিতে সাময়িকভাবে থামছেন।

নতুন নীতিমালা অনুযায়ী, ই-স্টপওভার ভিসাটি কেবল ‘গ্রুপ এ’ অন্তর্ভুক্ত ১৮টি দেশ থেকে আগত বা এসব দেশে গমনরত যাত্রীদের জন্য প্রযোজ্য। এই ১৮টি দেশ হল:

- কানাডা

- যুক্তরাষ্ট্র

- অস্ট্রিয়া

- সাইপ্রাস

- ফ্রান্স

- জার্মানি

- গ্রিস

- ইতালি

- নেদারল্যান্ডস

- স্পেন

- সুইজারল্যান্ড

- যুক্তরাজ্য

- চীন (হংকং ও ম্যাকাওসহ)

- মালয়েশিয়া

- মালদ্বীপ

- সিঙ্গাপুর

- থাইল্যান্ড

- তুরস্ক

- মরিশাস

- এই ভিসাটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যাদের ফ্লাইট নির্দিষ্ট ১৮টি দেশের মধ্যে কোনো একটি থেকে শুরু হয় অথবা শেষ হয়।

- যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে একটিতে বৈধ ভিসা থাকতে হবে এবং সেই ভিসা ব্যবহার করে পূর্বে অন্তত একবার ওই দেশে ভ্রমণ করতে হবে।

এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ভিসা প্রক্রিয়াকে আরো সুনির্দিষ্ট করা এবং নির্ভরযোগ্য যাত্রাপথের ওপর ভিত্তি করে আবেদনকারীদের যাচাই করা। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, নতুন নিয়মটি ভিসা প্রক্রিয়া আরও সহজ এবং কার্যকর করতে সাহায্য করবে।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, নতুন নীতির আওতায় যাত্রীদের পূর্বের ভ্রমণ ইতিহাস যাচাই করার পরই এই ভিসা সুবিধা প্রদান করা হবে।

এদিকে, সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক যাত্রীদের জন্য সৌদি আরব ভ্রমণ আরো সহজ ও সাশ্রয়ী হবে।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে