ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের ওপর সৌদির অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার কারণ

২০২৫ এপ্রিল ০৮ ১০:৩৮:২২
বাংলাদেশিদের ওপর সৌদির অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার কারণ

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের ওপর অস্থায়ীভাবে ওমরাহ, ব্যবসা, ভ্রমণ এবং পারিবারিক ভিসা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা আগামী জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে, এর মধ্যে পবিত্র হজের মৌসুম শুরু হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত হজের ক্ষেত্রে গোপন অনুমতি ছাড়া কেউ যাতে সৌদিতে প্রবেশ না করতে পারে, সেজন্য নেয়া হয়েছে। এর আগে অনেকেই ওমরাহ, ভ্রমণ, অথবা ব্যবসায়িক ভিসা নিয়ে সৌদিতে গিয়ে অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেছেন। এর ফলে অতিরিক্ত গরমে হজের মৌসুমে জনসংখ্যার চাপ বেড়ে গিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ২০২৪ সালের হজে এই কারণে ১,২০০ মানুষ মারা গিয়েছিলেন।

এছাড়া, ভ্রমণ, ওমরাহ অথবা ব্যবসায়িক ভিসা নিয়ে সৌদিতে এসে অনেকেই অবৈধভাবে কাজ করার চেষ্টা করেছেন, যা সৌদি কর্তৃপক্ষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই নিষেধাজ্ঞা নিয়ে সৌদি কর্তৃপক্ষ বলছে, এটি কোনো কূটনৈতিক সম্পর্কের বিষয় নয়। তারা জানিয়েছে, মূলত সাধারণ মুসল্লিদের হজের সুযোগ সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর থাকা দেশগুলোর তালিকা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।

এছাড়া, যাদের ইতোমধ্যে ওমরাহ ভিসা রয়েছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে