ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভের প্রস্তুতি

২০২৫ এপ্রিল ০৫ ২১:৪৩:৪৫
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভের প্রস্তুতি

শেয়ারনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী আচরণ ও ধনকুবেরদের সহায়তায় সমর্থিত এজেন্ডার বিরুদ্ধে শনিবার দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করেছে বিভিন্ন বামপন্থী সংগঠন।

বিক্ষোভ আয়োজকরা জানিয়েছেন, শনিবার ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা এবং অন্যান্য স্থানে প্রায় ৫ লাখের বেশি মানুষ রাস্তায় নামবেন।

দ্য গার্ডিয়ান প্রতিবেদনে উল্লেখ করেছে, বিক্ষোভের পরিকল্পনায় প্রধান সংগঠন 'ইনডিভিজিবল'। এর প্রতিষ্ঠাতা এজরা লেভিন জানিয়েছেন, "গত কয় বছরের মধ্যে এটি সবচেয়ে বড় একদিনের বিক্ষোভ হতে চলেছে।"

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বড় আয়োজন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে অনুষ্ঠিত হবে, যেখানে মেরিল্যান্ডের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন, ফ্লোরিডার ম্যাক্সওয়েল ফ্রস্ট এবং মিনেসোটার ইলহান ওমরের মতো কংগ্রেস সদস্যরা উপস্থিত হয়ে জনতার সঙ্গে বক্তব্য রাখবেন।

বিক্ষোভকারীদের ওয়েবসাইটে বলা হয়েছে, "আমাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ ক্ষমতা দখল রোধ করার জন্য দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন।" ট্রাম্প, ইলন মাস্ক এবং তাদের কোটিপতি বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা সরকারের, অর্থনীতির এবং মৌলিক অধিকারগুলোর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, “তারা আমেরিকার কিছু অংশকে কেড়ে নিতে চাচ্ছে, যেমন সামাজিক নিরাপত্তা অফিস বন্ধ করা, কর্মী ছাটাই, ভোক্তা সুরক্ষা আইন বাতিল করা। সবকিছুই তাদের কর কেলেঙ্কারির অর্থায়নের জন্য। আমাদের করের ডলার, পাবলিক সার্ভিস এবং গণতন্ত্রকে অত্যন্ত ধনীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যদি আমরা এখনই লড়াই না করি, তাহলে আমাদের কাছে কিছুই বাঁচবে না।”

গত ১ এপ্রিল ট্রাম্পের শুল্ক ঘোষণার পর দেশের শেয়ার বাজারে গুরুতর পতনের পর এই বিক্ষোভের পরিকল্পনা নেয়া হয়েছে। এই বিপর্যয়ের পরেও প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেছেন, "আমার শুল্কনীতি পরিবর্তন হবে না।"

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে