ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩-৬ মাসের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি

২০২৫ মার্চ ২৮ ১৬:০০:৫২
৩-৬ মাসের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কংগ্রেস নেতা প্রবীণ রাজনীতিবিদ পি চিদাম্বরম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে। তিনি এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, যদি ট্রাম্প আলাদা করে প্রতিটি দেশকে টার্গেট করেন, তাহলে ভারত রয়েছে বিশেষ ঝুঁকির মধ্যে।

চিদাম্বরমের মতে, ট্রাম্প প্রথমে ভারতকে লক্ষ্যবস্তু করলে, অন্যান্য দেশ বিশেষ করে নিজেদের সুরক্ষার জন্য আগে থেকেই নিজেদের পদক্ষেপ নেবে। ফলে ভারত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের উচিতৎ এই শুল্ক আরোপের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং জনগণকে তথ্য প্রদান করা। চিদাম্বরম উল্লেখ করেন, সরকারের অনেক মন্ত্রীও এই পরিস্থিতি সম্পর্কে অবগত নন, যা দেশের জন্য উদ্বেগের বিষয়।

এর আগে ২ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে, যা ভারতের প্রায় ৭ বিলিয়ন ডলার সমমূল্যের গাড়ি রপ্তানির ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।

আলীম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে