ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের বিশেষ বার্তা

২০২৫ মার্চ ২৭ ১১:৩৯:৪৭
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে ড. ইউনূসের ফেসবুক পেজে এ শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়।

শুভেচ্ছাবার্তায় ট্রাম্প বলেন, "আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে (ড. ইউনূস) এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।" তিনি আরও বলেন, এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, "আগামী এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একইসঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব।" তিনি আরও যোগ করেন, "এছাড়া, আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে পারব।"

তিনি তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, "স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।"

এদিকে, ২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের দূতাবাস ঢাকায় একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে তারা বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে।

এখানে ট্রাম্পের বার্তা শুধু সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা নয়, বরং বাংলাদেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সহায়তার ইঙ্গিতও রয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে