ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

ব্রাজিলের জালে এক হালি গোল আর্জেন্টিনার

২০২৫ মার্চ ২৬ ১০:১২:২৬
ব্রাজিলের জালে এক হালি গোল আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, বুধবার লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলকে ৪-১ গোলে পরাজিত করে, সবার সামনে প্রমাণ করে দিল যে তাদের শক্তি কতটা বিশাল। যদিও ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল, তবুও এই জয়টি ছিল একটি দুর্দান্ত পারফরম্যান্স।

ম্যাচের বিস্তারিত:

৪ মিনিট: আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন হুলিয়ান আলভারেজ, অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

২৮ মিনিট: এনজো ফার্নান্দেজের দুর্দান্ত পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি নিজেই।

২৬ মিনিট: ব্রাজিল প্রথম গোলের জন্য শট নেয় এবং সফল হয়। এই গোলটির পেছনে ক্রিস্তিয়ান রোমেরোর একটি ভুল ছিল, যার ফলে কুইয়া নিচু শটে গোলটি করেন।

৩৬ মিনিট: আলমাদার একটি জোরাল শট নেন, কিন্তু গোলরক্ষক বেন্তো অসাধারণ দক্ষতায় গোলটি রুখে দেন।

৪০ মিনিট: আর্জেন্টিনা আবার দুই গোলে এগিয়ে যায়। এনসো ফের্নান্দেসের দারুণ ক্রস থেকে মাক আলিস্তারের দুর্দান্ত ভলি।

৪৯ মিনিট: আর্জেন্টিনার পক্ষে চতুর্থ গোল হওয়ার উপক্রম হয়, তবে গোলরক্ষক বেন্তো দারুণভাবে আক্রমণটি প্রতিহত করেন।

৬৮ মিনিট: গুইলিয়ানো সিমিওনে মাঠে এসে মাত্র ৩ মিনিটে গোল করে আর্জেন্টিনার জয়ের ব্যবধান ৪-১ করে দেন।

এই ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল অসাধারণ, এবং তারা ব্রাজিলের বিরুদ্ধে এক হালি গোল দিয়ে বড় জয় পায়।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে