ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

সুলতানি আমলের ঐতিহ্য ফিরিয়ে আনবে আসিফ মাহমুদ

২০২৫ মার্চ ২৩ ১৯:৫৩:১০
সুলতানি আমলের ঐতিহ্য ফিরিয়ে আনবে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : সুলতানি আমল এবং ব্রিটিশ শাসনের সময়ে ঢাকাবাসীর ঈদে বিশেষ আনন্দ যোগ করত ঐতিহ্যবাহী ঈদ মিছিল। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৩ মার্চ) তিনি তার ফেসবুক পোস্টে এই তথ্য শেয়ার করেছেন।

তিনি লেখেন, ‘‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। এবার আমরা ঢাকা নগরবাসীর জন্য ঈদের আনন্দ আরও বাড়ানোর কিছু উদ্যোগ নিয়েছি। আমরা জানি, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের কথা। সুলতানি আমল এবং ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হত। এবার থেকে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।’’

তিনি আরও জানান, ঈদের জামাত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (ব্যবসায়িক মেলার পুরাতন মাঠ) অনুষ্ঠিত হবে। জামাতের পরদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে আনন্দ ও উৎসবের বিভিন্ন আয়োজন।

ঈদের আনন্দ মিছিল জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। মিছিলের আয়োজন হবে পুরোপুরি আনন্দপূর্ণ ও বর্ণাঢ্য, এবং এতে কোনো ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না, বলে তিনি উল্লেখ করেন।

আসিফ মাহমুদ ভূঁইয়া আরও বলেন, ‘‘নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া উচিত। এবারের ঈদে সবাই একসাথে উদযাপন করি, যাতে নগরবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন সফল হয়।’’

তিনি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে তার পোস্টটি শেষ করেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে