ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

২০২৫ মার্চ ২৩ ১০:১৬:২৫
ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানায়, ভারত সরকারের তিনটি সূত্রের বরাতে, এই বৈঠকটি হচ্ছেনা।

তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক আয়োজনের সম্ভাবনা নাকচ করেননি। গত শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে দেওয়া এক বক্তব্যে জয়শঙ্কর জানান, বৈঠকটি এখনও বিবেচনাধীন রয়েছে।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, "আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে।" তখন কমিটির সদস্যরা জানতে চান, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন, "এটি বিবেচনাধীন আছে।"

এদিকে, এর আগে দ্য হিন্দু সংবাদমাধ্যম জানায়, জয়শঙ্কর পরামর্শক কমিটির সদস্যদের কাছে জানিয়ে বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে তারা অবগত ছিলেন, তবে এর মধ্যে হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা তাদের ছিল না। তিনি জানান, শেখ হাসিনার ওপর 'প্রয়োজনীয় প্রভাব' খাটানোর ক্ষমতা ছিল না এবং তারা শুধুমাত্র তাকে 'পরামর্শ' দিতে পারতেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে