ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

ইতালিতে বসবাস শুরু করলেই ১ কোটি ৩১ লাখ টাকা

২০২৫ মার্চ ২২ ১২:৩৪:১৮
ইতালিতে বসবাস শুরু করলেই ১ কোটি ৩১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : ইতালির উত্তরাঞ্চলের ট্রেনটিনো প্রদেশে বসবাস শুরু করলে বিদেশিরাও পেতে পারেন ১ কোটি ৩১ লাখ টাকারও বেশি (১ লাখ ইউরো) আর্থিক সহায়তা। এই প্রদেশের ৩৩টি শহরে অবস্থিত পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

এটি একটি বিশেষ সরকারি পরিকল্পনা, যেখানে পুরানো, পরিত্যক্ত বাড়িগুলোর সংস্কারের জন্য ৮৮ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) অনুদান এবং বাড়ি কেনার জন্য আরও ২০ হাজার ইউরো দেওয়া হবে। ইতালির নাগরিকরা এবং বিদেশিরাও এ সুযোগ নিতে পারবেন। তবে, এই তহবিল গ্রহণের শর্ত হলো, যারা এই প্রদেশে গিয়ে বসবাস করবেন, তাদের সেখানে অন্তত ১০ বছর থাকতে হবে। যদি ১০ বছর না থাকেন, তবে তাদের এই অনুদানের টাকা ফেরত দিতে হবে।

এটি মূলত ইতালির গ্রাম্য এলাকায় জনসংখ্যার অভাব দূর করতে এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করার একটি উদ্যোগ। ট্রেনটিনো প্রদেশের শহরগুলোতে জনসংখ্যা অত্যন্ত কমে গেছে, এমনকি অনেক শহরে পরিত্যক্ত বাড়ির সংখ্যা জনসংখ্যার থেকেও বেশি। এই প্রকল্পের মাধ্যমে সরকার আশা করছে, সেই এলাকার মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

ইতালির সরকার গ্রাম্য এলাকাগুলোর জন্য ২০২৪ সালের বাজেটে তিন কোটি ইউরোর একটি তহবিল করেছে, যা জনসংখ্যা কম থাকা এলাকাগুলোর জন্য সহায়তা প্রদান করবে। ট্রেনটিনো প্রদেশের প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো, সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা।"

একটি স্বায়ত্তশাসিত প্রদেশ, এবং শিগগিরই এই পরিকল্পনাটি সরকারিভাবে অনুমোদিত হবে।

মুসআব/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে