ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

ব্লকেড থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা ৩০ কলেজের

২০২৫ মার্চ ১০ ২০:৪৪:২৪
ব্লকেড থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা ৩০ কলেজের

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগ ঘোষিত ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছেন ৩০ কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) এ কর্মসূচির পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। নতুন কর্মসূচিতে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। এ কর্মসূচিতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। এসময় সড়কেই ইফতার করবেন বলে জানান তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এ কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান করবেন বলে জানান তারা।

এর আগে ‘কণ্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোড়’ স্লোগানে ব্লকেড কর্মসূচি পালন করার কথা জানান তারা। দেশজুড়ে আশংকাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে সকাল-সন্ধ্যা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ধর্ষকের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে নিশ্চিত করতে হবে; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকতে হবে; কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে সীমিত সময়ের ভেতর গ্রেফতার, মেডিক্যাল রিপোর্ট, ভিকটিম এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে ধর্ষকের সর্বোচ্চ ফাঁসি নিশ্চিত করতে হবে।

এসব দাবির স্মারকলিপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসসহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাবেন শিক্ষার্থীরা। দাবি না মানা অবধি ব্লকেড চলবে এবং সারা দেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

যে ৩০ কলেজের শিক্ষার্থীরা থাকছে কর্মসূচিতে-

ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিটি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গর্ভনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, হামদর্দ কলেজ।

এছাড়া, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও হামদর্দ কলেজ।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে