ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

আগের দিন বামে হল্টেড, আজ ডানে হল্টেড!

২০২৫ মার্চ ১০ ১৫:১৯:৩১
আগের দিন বামে হল্টেড, আজ ডানে হল্টেড!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এক কোম্পানির শেয়ার আগের দিন রোববার (০৯ মার্চ) ক্রেতা সংকটে পড়ে বামে হল্টেড হয়েছে। একদিন পর আজ বিক্রেতা সংকটে পড়ে ডানে হল্টেড হয়েছে। কোম্পানিটির নাম আলিফ ইন্ডাষ্ট্রিজের শেয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারী আলিফ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দাম ছিল ৯৬ টাকায়। এরপর থেকেই শেয়ারটির দামে ধারাবাহিক পতন দেখা যায়। গতকাল রোববার শেয়ারটির দাম ৭৪ টাকা ১০ পয়সা ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৯৯ শতাংশ দাম কমে ৬৬ টাকা ৭০ পয়সায় নেমে যায়। শেষ বেলায় কোম্পানিটির ১০ লাখের বেশি শেয়ারের বিক্রেতা ছিল। কিন্তু ক্রেতাদের সন্ধান পাওয়া যায়নি।

আজ একদিন পরেই কোম্পানিটির শেয়ারে ভিন্ন চিত্র দেখা যায়। এদিন লেনদেনের শুরুতে শেয়ারটি প্রায় ৪-৫ শতাংশ কমে লেনদেন হয়। এরপর ওপরে উঠতে থাকে। এক পর্যায়ে ৬ টাকা ৬০ পয়সা বা ৯৮৯ শতাংশ বেড়ে ৭৩ টাকা ৩০ পয়সায় হল্টেড হয়ে যায়। তবে এ অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেল প্রেসার বাড়তে থাকলে শেয়ারটির দাম ফের পেছনে নামতে থাকে। তবে শেষ বেলায় শেয়ারটির বিক্রেতার চেয়ে ক্রেতারের সমাগম বেশি দেখা যায়। এদিন শেয়ারটি ক্লোজিং হয়েছে ৬৯ টাকা ৭০ পয়সায়। যা আগের দিনের চেয়ে ৩ টাকা বা ৪.৫০ শতাংশ বেশি।

৩০ জুন, ২০২৪ অর্থবছরে আলিফ ইন্ডাষ্ট্রিজ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯৮ পয়সা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে