ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

নীরবতা ভেঙে মাশরাফি বিন মর্তুজার গুরুত্বপূর্ণ বার্তা

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৩:৪৭:২৫
নীরবতা ভেঙে মাশরাফি বিন মর্তুজার গুরুত্বপূর্ণ বার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চ্যাম্পিয়নস ট্রফির জন্য জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন। বর্তমানে বাংলাদেশ দল দুবাইয়ে অবস্থান করছে এবং বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হট ফেভারিট ভারতকে মোকাবিলা করে তাদের টুর্নামেন্ট অভিযান শুরু করবে।

মাশরাফি তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, "চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।"

২০১৭ সালে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল। এরপর ৮ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট।

এছাড়া, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাশরাফি কিছুটা নীরব থাকায় তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত তার নীরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে একটি ভিডিও বার্তায় মাশরাফি নিজের অবস্থান পরিষ্কার করে এবং সমস্ত কিছু জন্য দুঃখপ্রকাশ করেন। সর্বশেষ বিপিএলেও মাঠে নামেননি তিনি এবং এখনো অনেকটা আড়ালেই রয়েছেন নড়াইল এক্সপ্রেস।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে