ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

চলতি বছরের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৫:৩৯:০০
চলতি বছরের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের কিছুটা নেতিবাচক প্রবনতা থাকলেও পরের দিন সোমবার উত্থানে ফিরে উভয় শেয়ারবাজার।

কিন্তু একদিন পরই আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উভয় বাজারে ফের পতন প্রবণতায় লেনদেন শেষ হয়। তবে এদিন উভয় বাজারে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

১১ ফেব্রুয়ারি ডিএসইতে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছিল। লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৫৫ লাখ টাকা। আজ সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আজ ডিএসইর লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪৪৩ কোটি ৫৭ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৮০ লাখ টাকার বা ৩৫ শতাংশ।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২০৩টির এবং দর পরিবর্তন হয়নি ৫৯টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ২ কোটি ৯২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৮১টির এবং পরিবর্তন হয়নি ৪০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৪ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৮৫ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে