ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মোনালিসার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৩:৪৩:২৭
মোনালিসার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং মেহেরপুর আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে মেহেরপুর আদালতে হাজির করা হয়, যেখানে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে, আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আমলি আদালতে তাকে হাজির করা হয়।

কোর্ট ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় মোনালিসার ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পলি খাতুন নামে এক নারীর দায়ের করা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোনালিসা ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দায়ের করা ২৬৩/২৪ নম্বর মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া, পলি খাতুন নামে এক নারীর ৫ আগস্ট দায়ের করা একটি জিআর মামলার মামলার প্রধান আসামি তিনি।

এ বিষয়ে আইনজীবীরা জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হবে, এবং তদন্ত চলবে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে