ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ০৯:০৫:৩৪
তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে ওমানে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) এর ফাঁকে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তির নবায়ন নিয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সার্কের স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের জন্য ভারতের সমর্থন চান।

এছাড়া, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা হয়, যা ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। তারা সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় সমাধান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের পার্শ্ববৈঠকের পর তাদের একাধিক বৈঠক এবং ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও উল্লেখ করা হয়।

বৈঠকে তৌহিদ হোসেন ব্রুনাই, ভিয়েতনাম এবং তানজানিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন, এবং সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন।

আলম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে