ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫
Sharenews24

আওয়ামী লীগ নেতাকে পাশে নিয়ে ডিসির সভা, সমালোচনার ঝড়

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২৩:১০:৩৪
আওয়ামী লীগ নেতাকে পাশে নিয়ে ডিসির সভা, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত আওয়ামী লীগের এক নেতাকে পাশে বসিয়ে সভা করেছেন। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনা ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি তারিখে তারণ্যের উৎসবে আয়োজিত একটি অনুষ্ঠানে পটুয়াখালী ডায়াবেটিস হাসপাতালে ডায়াবেটিস চিহ্নিতকরণ কর্মসূচিতে ওই আওয়ামী লীগ নেতাকে মঞ্চে দেখা যায়।

আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান চাঁন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ এবং পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।

ডায়াবেটিস সমিতির দাবি, তিনি সমিতির আজীবন সদস্য হিসেবে দাওয়াতী ছিলেন।

অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার জানিয়েছেন, তিনি কীভাবে পাশে বসলেন তা বলতে পারেন না। তিনি জানান, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন-কে দাওয়াত দেওয়ায় তারা সেখানে গিয়েছিলেন।

ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার জানিয়েছেন, "অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা সবাই সমিতির আজীবন সদস্য।"

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে