ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৯:৫৯:১৪
ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম জেলা পুলিশ ১৪ ফেব্রুয়ারি এক বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারির মধ্যে স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সদস্যরা রয়েছেন। অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়, এবং আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই অভিযানটি পুলিশ "অপারেশন ডেভিল হান্ট" নামে চালিয়ে যাচ্ছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এবং সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারেও এ ধরনের অভিযান চলমান রয়েছে।

গ্রেপ্তাররা হলেন, রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ সহসভাপতি মো. আব্দুর রউফ (৪০), সাধারণ সম্পাদক মো. ছফিয়ার রহমান (৪৫), রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪০), রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান (২২), ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.লীগের জয়েন্ট সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল হক (৪০), নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী. শেখ রায়হান পল্লব (২০), ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আ. রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭), চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারী রমনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুর ই-এলাহী তুহিন (৫০), ছাত্রলীগের সদস্য মো. সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬) ও রমনা ইউনিয়নের আ.লীগের সক্রিয় সদস্য মো. জাকিউল ইসলাম (৩২) সহ মোট ১৭ জন।

এ ধরনের ঘটনা স্থানীয় রাজনীতির ওপর প্রভাব ফেলতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের কঠোর পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে