ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আদালতকে উদ্দেশ্য করে যা বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৩:৪৪:১৭
আদালতকে উদ্দেশ্য করে যা বললেন সাবেক প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক : সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতে একটি নতুন বার্তা দিয়েছেন, "ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন।" আজ সোমবার, যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় রিমান্ড শুনানি শেষে তিনি এই বার্তা দেন।

আদালত সূত্রে জানা গেছে, পলককে যাত্রাবাড়ী থানার মামলায় হাজির করা হয়। শুনানি শেষে তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আদালতে পলককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল, তবে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, এ পর্যন্ত তাকে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং রয়েছে। তিনি আরও জানান, আগের এক মামলায় পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, সেজন্য তারা রিমান্ড বাতিলের আবেদন করেছিলেন, তবে আদালত তা মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট, যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে বিকেল ৫ টায় আসামিরা পারভেজ মিয়াকে গুলিতে আঘাত করে। তাকে মুগদা মেডিক্যাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে পরবর্তীতে তিনি মারা যান।

আমিনুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে