ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শাওন ও সাবার গ্রেপ্তার: ডিবি জানিয়েছে সর্বশেষ পরিস্থিতি

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৫:০৭:৪৩
শাওন ও সাবার গ্রেপ্তার: ডিবি জানিয়েছে সর্বশেষ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক : অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়নি এবং গ্রেপ্তার দেখানো হয়নি।

ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, তারা বর্তমানে এই দুই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। এই বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

৭ ফেব্রুয়ারি শুক্রবার এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করা হয়। এরপর মধ্যরাতে সোহানা সাবাকেও আটক করা হয় একই এলাকা থেকে।

ডিবি সূত্রে জানা গেছে, শাওন ও সাবা উভয়ই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নজরদারিতে ছিলেন। এর পাশাপাশি, শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাড়িতে আগুন দেয়া হয় ৬ ফেব্রুয়ারি।

অন্যদিকে, সোহানা সাবা আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন, যা আরও একবার তাদের রাজনৈতিক সংযোগের বিষয়টি সামনে নিয়ে এসেছে।

এমএইচআর

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে